মোঃ এনামুল হক : ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের কুরগাওঁয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আশুলিয়া থানা ছাত্র লীগের বহিস্কৃত সভাপতি শামিম ও তার ক্যাডার বাহিনির হামলার শিকার হয়ে মাইটিভির সাভার প্রতিনিধি আবদুল্লাহ আল ওয়াহিদ হাসপাতালে ভর্তি। ভুক্তবোগির ঘনিষ্ঠ জনরা ও প্রতক্ষদর্শীরা জানান আব্দুল্লাহ আল ওয়াহিদ শামিমের জমি দখলের একটি নিউজের কাজে আশুলিয়ার পাথালিয়ার কুরগাওঁ জান এসময় শামিমের ব্যাক্তিগত কুরগাওয়ের অফিসে জান তার বিরুদ্ধে অভিযোগের বিষয় জানতে চাইলে। শামিম ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আব্দুল্লাহ আল ওয়াহিদের ওপর হামলা করেন। এ সময় শামিম ও তার ক্যাডার বাহিনির প্রায় ত্রিশ মিনিটের হামলায় আব্দুল্লাহ আল ওয়াহিদ।গুরুতর আহত হন। তাৎক্ষনিক আব্দুল্লাহ আল ওয়াহিদের ফোন পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে সাংবাদিক আব্দুল্লা আল ওয়াহিদকে উদ্ধার ও সেই সাথে ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি শামিম কে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে সাংবাদিক আব্দুল্লাহ আল ওয়াহিদ একটি বেসরকারী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ও শামিম আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।