বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় সাভার উপজেলার চাম্পিয়ান ট্রফি চেয়ারম্যান সাইফুলের হাতে
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলায় সাভার উপজেলার তেতুলঝোড়া ইউনিয়ন বনাম আশুলিয়া থানার সর্নিভর ধামসোনা ইউনিয়নের মধ্যকার জ্যাকজমক পূর্ন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সাভার উপজেলা অধরচন্দ্র হাইস্কুলে মাঠে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য দুর্যোগও ত্রান মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী ঢাকা 19 আসনের সাভার আশুলিয়ার নৌকার মাঝি ডাঃ এনামুর রহমান এনাম এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব মনজুরুল আলম রাজীব সহ আওয়ামিলীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সহ হাজার হাজর দর্শক শ্রতা খেলার প্রথম অধ্যে গোলের দেখা মেলেনি কোনো দিকে দ্বিতীয় পর্বের খেলায় সর্নিভর ধামসোনা ইউনিয়নের প্লেয়ার গন একাধিক গোলে বল শট মেরে পাঠালেও গোলকিপারের জ্বালে পাঠাতে পারেনি বল সময় শেষ রেফারির বাঁশির আওয়াজ উক্ত খেলায় উপজেলার চাম্পিয়ান নির্বাচন নির্ধারন করার জন্য রেফারি সিদ্ধান্ত নেন টাইব্রেকার করার এবং টাইব্রেকারে সর্নিভর ধামসোনা ইউনিয়ন 4 এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন 3 গোল করতে সক্ষম হন আনন্দ উল্লাসে মেতে উঠেন সর্নিভর ধামসোনা ইউনিয়ন এবং চাম্পিয়ান ট্রফির গৌরব অর্জনে আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন। উক্ত খেলায় ম্যান অবদাম্যাচের পরুস্কার তুলেদেন ধামসোনা ইউনিয়নের গোলকিপারের হাতে এবং রানারআপ পুরুস্কার ও চাম্পিয়ান ট্রফি তুলে দেন মাননীয় মন্ত্রী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ গুনিজনেরা আনন্দ উচ্ছ্বসিত সর্নিভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম বলেন ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাদক ও জঙ্গিবাদ মুক্ত করতে যুবসমাজকে খেলার মাঠের বিভিন্ন খেলার জন্য আমরা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সকল সময় সুনিবিড় ভাবে কাজ করে যাবো। এবং সকল ইউনিয়নের প্রতি সকল খেলোয়াড়দের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল আগামীতে আরো ভালো খেলা উপহার দিবে এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উত্তর উত্তর সাফল্য কামান করেন।