মোঃআরিফুল হক :- সাধারন মানুষের জীবন যাত্রার মান দিন দিন আরও উন্নত ও খাদ্যে ভেজালমুক্ত ফরমালিনমুক্ত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তিগন।তারই আলোকে আজ পাটগ্রাম রসুলগন্জ হাট বাজারে মাছ বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়।উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) দীপক কুমার দেব শর্মা,পাটগ্রাম পৌরসভার মেয়র মোঃ শমসের আলী,ওসি তদন্ত সুমন কুমার মহন্ত, ও মৎস্য কর্মকর্তা দ্বীন মোহাম্মদ আসাদুল্লা। মাছে কেউ ফরমালিন মেশাবেন না,কেউ যদি এসব অপকর্মের সংঙ্গে জড়িত থাকেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়ারও কথা বলেন।বেশ কয়েক জন ক্রেতা সাধারন আমাকে জানান- এটা একটা স্পর্শকাতর বিষয়,প্রশাসনের কর্মকর্তাগন খুব ভাল উদ্যোগ নিয়েছেন, তবে শুধু ফরমালিনমুক্ত ঘোষণা করলে হবে না নিয়মিত মনিটরিংও করতে হবে,যারা অসাধু ব্যবসায়ী আছে তারা সুযোগের অপেক্ষায় থাকে।