আকরাম : ৯ অক্টোবর বেলা ১১ টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে আশুলিয়ার বগাবাড়ী বাজার স্কুল মার্কেটের ২য় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত আনিস হোসেন গ্রামের বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার কৈতলা গ্রামের । সে বগাবাড়ী বাজারে এইচ.আর ফায়ার ফাইটিং সেন্টারে কর্মচারী হিসেবে কাজ করতো বলে জানা যায়।
এ ঘটনায় দোকানের মালিক শরীফ জানান, আমি ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই সাঈদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত আনিস দোকান মালিকের বোনের স্বামী, তাই তারা নিহতের মৃতদেহ নিয়ে ব্রাহ্মণবাড়ীয়ার দিকে যাচ্ছেন বলে জানিয়েছেন দোকান মালিক শরীফ।