শামীম শরীফ ,আমেরিকা প্রতিনিধি : আমেরিকার নিউইয়র্ক সিটি মেয়র,হালাল খাদ্য কি কেমন সে খেয়ে দেখার পরে বুঝলেন এর সাদ টা ভিন্ন, তাই এই হালাল ফুড এখন আমেরিকার সুসাধু খাদ্য .গর্ভনর কর্তিক আলোড়ন সৃষ্টি করার পরে সিটিতে এই ধরনের গাড়ী ফুটপাতে লাইসেন্স দিয়ে অনুমোদন দেন,এখন এই হালাল ফুড হলো ২৪ ঘন্টা ফুট পথে ব্যাবসা করে,আমেরিকার এক নাম্বারের শহর হলো নিউইয়র্ক ২৪ ঘন্টা মানুষ হাটেন নাইট অ্যান্ড ডে তে, অনেক লোক এক শহর থেকে অন্য শহরে চলা চলের কারনে হালাল ফুডের প্রতি ভরসা রাখে, সকল জাতের মানুষ এই হালাল ফুডের প্রতি ভরসা বিস্বাস আস্থা, দামেও কম, যেমন আমেরিকার এক রেস্টুরেন্ট এ খেতে গেলে ২০ ডলার কম হলেও লাগে,হালাল ফুড়ের গাড়ীতে মাত্র ৪/৫ ডলারে পেট ভরে যায়. আমেরিকার হালাল ফুড বর্তমানে খুব জনপ্রিয়তা অর্জন করেছে.