শামীম শরীফ, আমেরিকা প্রতিনিধি : বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মোনাজাত করা হয়. ঘনবসতি বাংলাদেশের ম্যাকডোনাল এভিনিউ সিটি বর্কল ইন নিউ ইয়র্ক অফিসে এ আয়োজন ও দোয়া মোনাজাত করা হয়. নিউইয়র্ক শাখার আওয়ামী লীগ নেতা জনাব আলহাজ্ব আব্দুল কাদের মিয়া ও তার সহযোগীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন. অনুষ্ঠানে বক্তারা বলেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকলকে হাতে হাত মিলিয়ে এক নিয়তে আমাদেরকে কাজ করতে হবে. নিউইয়র্কের আওয়ামী লীগ নেতারা বলেন বঙ্গবন্ধু শুধু বাংলার বন্ধু নয় তিনি বিশ্ব বন্ধু তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন সফল রাষ্ট্রনায়ক তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আগামীতে আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ. অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় ও তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়.