নাছরুল্লাহ আল কাফী,পিরোজপুর প্রতিনিধিঃপিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার দুপুরে জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই করার সময়ে কসাইকে জড়িমানা ও আক্রান্ত গরুটি মেরে মাটিতে পুতে ফেলা হয়েছে। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম জানান, সদর উপজেলার জামিরতলা এলাকার বাসিন্দা মাংস বিক্রেতা (কসাই) আঃ কুদ্দুস মোল্লা জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই করছে এমন খবর পেয়ে এসিল্যান্ডকে পাঠিয়ে গরুটি জব্দ করি।
পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাংস বিক্রেতা আঃ কুদ্দুস মোল্লাকে ১০ হাজার টাকা জড়িমানা করেন।
ভান্ডারিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সোমা রানী রাধা জানান, গরুটিকে ইনজেকশন পুষ করে মেরে বন্দর সংলগ্ন পোনা নদীর কিনারে ৬ ফুট মাটির নিচে পুতে ফেলা হয়েছে।