সাতক্ষীরাঃ সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে “ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা ও দুর্নীতিমুক্ত সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে” নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাইদ, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী প্রমুখ।