মোঃ এনামুল হক ও আকরাম : ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত বিকেএসপি জিরানি বাজারের সম্মুখে গড়ে উঠেছে অঘোষিত অবৈধ অটো রিক্সা স্টান্ড।সরেজমিন অনুসন্ধানে দেখা যায় জিরানি বাজারের সামনের সড়কটিতে সকাল সন্ধা যানজট লেগেই থাকে বিশেষ করে জিরানি আমতলা সড়কটি তে থাকে বয়াভহ যানজট। এ ব্যাপারে খোজ নিয়ে দেখা যায় এলাকার একটি প্রভাবশালী মহল নিয়ান্ত্রন করছে এ সকল অবৈধ অটো রিক্সা সহ এবসকল রুটে চলাচলরত যানবাহন গুলো এমন কি প্রত্যেকটি যানবাহন থেক গড়ে ২০ টাকা থেকে ১০ টাকা ক্ষেত্র বিশেষ ৫০ টাকাও আদায় করছে এসকল যানবাহন থেকে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অটো চালক বলেন তাদের চাদাঁ না দিলে গাড়ি চালাতে পারবো না এক প্রকার বাধ্য হয়েই দিতে হয় টাকা বলে জানান। এ ব্যাপারে স্থানিয় একাধিক বাসিন্দা ক্ষোভের সাথে বলেন যে এ সকল অবৈধ যানবাহন গুলোর জন্য প্রতিনিয়ত চলাচল করতে তাদের প্রতিবন্ধকতার কথা। এ ব্যাপারে সর্ব সাধারনের দাবি অচিরেই যেনো স্থানিয় প্রশাসন এ সকল অবৈধ ভাবে গড়ে ওঠা স্টান্ড গুলো অপশারন করে জন সাধারনের চলাচলের উপযোগি করে দেয়া হয়।মহা সড়ক বন্ধ করে গড়ে উঠেছে অবৈধ অটো রিক্সা স্টান্ড।