সাঈদ মেহেদী সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে
আপডেট টাইম :
সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯, ১১.০১ এএম
৩৩৭
বার পঠিত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাঈদ মেহেদী দিনে দিনে সাধারন মানুষের আস্থার প্রতিক হয়ে উঠেছেন। তার সদাচরণ, দায়িত্বশীলতা, কর্তব্যপরায়নতা, সুবিচার, অন্যায়-অত্যাচার এর বিরুদ্ধে প্রতিবাদ ও উন্নয়নমূলক কর্মকান্ড সাধারন মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। সাঈদ মেহেদী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সবচেয়ে শান্তিতে আছে কালিগঞ্জ সদরের সাধারন মানুষ ও ব্যাবসায়ীরা। তাদেরকে এখন অযথা চাঁদা দিতে হয় না, রাস্তাঘাটে সম্মানহানির শিকার হতে হয় না। কালিগঞ্জ সদরের বিভিন্ন চায়ের দোকানে ও ব্যবসায়ী মার্কেটের গেলে অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা অতীতের চেয়ে এখন অনেক ভালো ও শান্তিতে আছেন। এলাকায় এখন আর আগের মতো চাঁদাবাজি, টেন্ডারবাজী, ভূমি দখল, লুটপাট, ঘেরদখল, ঘের-পুকুরের মাছ লুটপাট, অকারনে মামলা-মকোদ্দমা হয় না। সন্ত্রাস ও দূর্নীতি বহুলাংশে হ্রাস পেয়েছে। আর এসব সম্ভব হয়েছে সাঈদ মেহেদীর কঠোর পদক্ষেপের কারনে। তাছাড়া সাঈদ মেহেদী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদাণ, প্রাকৃতিক দূর্যোগে মানুষের পাশে ছুটে যাওয়া ও সহযোগীতা প্রদাণ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী কে জনপ্রিয়তার এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার এধরনের পদক্ষেপের ধারাবাহিকতা ধরে রাখার আহবান জানিয়েছেন উপজেলার সাধারন মানুষ।