নাছরুল্লাহ আল কাফী,পিরোজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের আয়োজনে দুই দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শেষ হয়েছে। সহশিক্ষা কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান ও পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের নির্দেশনায় পিরোজপুর আফতাবউদ্দিন কলেজের অংশগ্রহণে বুধবার দুপুরে এ প্রশিক্ষণ শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ মুঈদুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, উপ-যুবপ্রধান শুভদ্বীপ শিকদার শুভ, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান তানভীর খান, ট্রেনিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল কাইউম, রক্ত বিভাগের উপ-প্রধান মোফাজ্জেল খানসহ সকল প্রশিক্ষনার্থী বৃন্দ। পরে কবিতা আবৃত্তি করেন একাদশ শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেয়া