মোঃআনোয়ার হোসেন : পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন আমখোলা ইউনিয়নের আবু সাঈদ খোকনের নীজ উদ্যোগে গরীব এবং অসহায় মানুষের কল্যানে মানবতার দেয়াল তৈরি করে,
০৩/১১/২০১৯ ইং রোজ রবিবার পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন আমখোলা ইউনিয়নে মোট পাঁচটি আউটলেট তৈরি করা হয়েছে। ১/ নং আউট লেট কাজীবাড়ীর সামনের রাস্তায় ২/ পাংন্গাশিয়া বাধ, ৩/ রাড়ীবাড়ী স্কুল,৪/ কালাইকিশোর স্কুল,৫/ মুদিরহাট বাজার এলাকায় এই মানবতার দেয়াল তৈরি করা হয়েছে। অসহায়, নিম্নবিত্ত, অনাথ এতিম বাচ্চাদের পোষাকের সমারোহ এখানে যাহার কাপরের প্রয়োজন হবে এখান থেকে নিতে পারবে ও যাদের পোষাক অব্যহারীত আছে এখানে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়, এই আয়োজনে স্থানীয় স্কুল কলেজের ছাত্রদের বিশেষ উদ্যোগে পরিচালিত হয়েছে এ সময় রাস্তায় চলাচলকারী কিছু গরীব মানুষকে বিভিন্ন সাইজের পোষাক বাছাই করে নেওয়ার দৃশ্য ও উৎসুক মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়।এবং এতে এলাকায় জনসাধারন আয়োজকদের সাধুবাদ জানায়,আয়োজনে ছিলেন মোঃ আবু সাঈদ খোকন,মোঃ ইলিয়াস,মোঃ মিরাজ,মোঃ হেলাল, মোঃ মেহেদী হাসান, মোঃ আরিফ প্রমূখ।