মোঃ এনামুল হক : রাজধানী ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ফারজানা ইসলাম কে অপসারনের দাবীতে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালায় উপাচার্যের অনুগত ছাত্রলীগের নেতা কর্মীরা। ছাত্রলীগের নেতা কর্মিদের অতর্কিত হামলায় ছাত্র,শিক্ষক,সাংবাদিক সহ আহত হয় আনুমানিক ৩৫ জন,হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারন শিক্ষার্থীরা উপাচার্যের অপশারন সহ হামলার নেতৃত্বে থাকা দোষি ছাত্রলীগের নেতা কর্মিদের বিচারের দাবীতে মিছিল বের করেন।এই মিছিলে সাধারন শিক্ষার্থী ছাড়া ও অন্যান্ন শিক্ষকরা অংশ গ্রহন করে ,উপাচার্য ফারজানা ইসলাম নিজের অস্তিত্য ধরে রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন ও ছাত্র শিক্ষকদের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন সাধারণ শিক্ষক ও শিক্ষার্থিরা। শিক্ষার্থীদের হল ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। কোনো প্রকার অপ্রতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজমান ছিলো।