ও আমার প্রেম
সব সময় রয়েছ তুমি
হৃদয়ের আসনে.
স্মৃতির রঞ্জিত পটে
আছো স্নেহের বাঁধনে.
তুমি জোগাও এ প্রানে
নিতাই প্রেরণা,
স্বপ্নে এনে দাও চোখে
অফুরন্ত ভালোবাসা.
ও আমার প্রেম
তুমি আমার দীপ্ত
তুমি আমার অগ্নি
তুমি দিয়েছিলে মন
বসন্তের ভুবনে,
গেয়েছিলে গান প্রাণ ভরে
নিশিতে স্বপনে.
*******************
প্রথম প্রকাশ -2007