নাছরুল্লাহ আল কাফী,পিরোজপুর প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর সচেতনতায় পিরোজপুরে না না মুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার রাত ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এ সময় জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রস্তুতি হিসেবে পিরোজপুরের ৭ টি উপজেলায় ২২৮ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
এসব সাইক্লোন শেল্টারে ১ লক্ষ ৭৩ হাজার লোক আশ্রয় নিতে পারবে। দুর্যোগ আক্রান্ত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ১৬৯ টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ৭টি উপজেলায় একটি করে এবং জেলায় আরও একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া দুর্যোগ পরবর্তী সময়ে জরুরী ভিত্তিতে সেবা দেওয়ার জন্য ১,২৭৫ জন স্বেচ্ছাসেবক এবং ৪৩৫ জন স্কাউট সদস্য প্রস্তুত রয়েছে। অন্যদিকে দুর্যোগ আক্রান্ত মানুষকে সরবরাহের জন্য শুকনো খাবারও কেনা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।
এদিকে, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় শুক্রবার সকাল থেকে বৃষ্টি পড়ছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে। এবিষয়ে ইন্দুরকানী থানা’র অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান। আমরা সারাক্ষণ প্রস্তুত আছি, সতর্কতার জন্য মাইকিং করা হয়েছে এবং ২১টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে, যেন গরু বাছুর নিয়ে সময় মতো শেল্টারে উঠতে পারে.