মোঃ এনামুল হক : গত ১০/১১/২০১৯ তারিখ রাত ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিক্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল অতিরিক্তি ডিআইজি ও র্যাব ৪ এর সিও মোঃ মোজাম্মলে হক, বিপিএম (বার), পিপিএম এর নেতৃত্বে এবং মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ এর সহযোগীতায় ডিএমপি দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১,০৭১ বোতল ফেন্সিডিল, ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত ট্রাক , বিদেশী পিস্তল-০১ টি, দেশীয় ওয়ান সুটারগান-০১ টি, ম্যাগাজিন-০১, গুলি-০২ রাউন্ড, ফেন্সিডিল বিক্রিত নগদ ১৩,১০০/- টাকা এবং ফেন্সিডিল বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৫ টি মোবাইলসহ আসামী (১) মোঃ শাহ্জালাল বুলেট (৩২), জেলা-রাজশাহী, (২) মোঃ নাসির (৩৫), জেলা-চাঁপাইনবাবগঞ্জ, (৩) মোঃ ফারুক হোসেন (২৮), জেলা-রাজশাহীদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের নামে বিভিন্ন থানায় ১০ টিরও বেশী মাদক মামলা রয়েছে। আসামীরা অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করত না। কেউ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাত। আরো জানা যায যে, আসামীরা পরষ্পর যোগসাজসে চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া, ডেমরা, সাইনবোর্ড এলাকাসহ বিভিন্ন জায়গায় পাইকারী বিক্রেতার নিকট বিক্রয় করে আসছে।
আটক মাদক ব্যাবসায়িদের বিরুদ্ধে মাদক ও অস্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে যানা যায়।