মোঃ শিফাত মাহমুদ ফাহিম : আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়া বাড়ী গ্রামের অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়ে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করে মানবতার হাত বাড়িয়ে দিলেন,আত্রাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জনাব, মোসলেম উদ্দিন।
সেই সাথে উনি বৃদ্ধা মহিলাকে নির্যাতন করার অপরাধে তার ছেলে হামিদ সরদার (৫০) কে আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দিলেন।
উনি বলেন,বৃদ্ধা বাবা মাকে যারা,দেখা শোনা করেনা তাদের বিরুদ্ধে আমি কাজ করনো তাদের আইনের আওতাভুক্ত করবো ইনসাল্লাহ্।যে,বাবা মা আমাদের এতো কষ্ট করে লালন পালন করলো সে বাবা মাকে কষ্ট দেওয়া মানে মহান আল্লাহতালার মনে কষ্ট দেওয়া।
আমি একটি মায়ের সন্তান হিসাবে এই মাকে নির্যাতন করার সঠিক বিচার করবো।এমন অসহায় মাকে যে, নির্যাতন করতে পারে তার মানুষত্ব বোধ নিয়ে প্রশ্ন উঠে।আসলে সে’কি সুস্থ নাকি অসুস্থ?যাইহোক আমি একজন সন্তান হিসাবে এ মায়ের পাশে আছি এবং থাকবো ইনসাল্লাহ্।