মোঃ লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ দেশের বিভিন্ন স্হানের ন্যায় মুন্সীগন্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজারে এর ব্যাতীক্রম ঘটে নাই । গত কাল
পেঁয়াজের দাম বুদ্বির রেশ কাটতে না কাটতেই শোনা যায় লবনের দাম বৃদ্ধির এমন একটি গুজব।আর এই গুজবকে কাজে লাগিয়ে ব্যবসায় লাভ করছে কিছু অসাধু লবন ব্যবসায়ীরা। মুন্সীগঞ্জের সদরে মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার লোকেরা ও এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হয়ে পরেছে। সকাল হতে না হতেই শোনা যায় কে বা কারা যেন লবনের দাম দরে ১০০-২০০ টাকা হবে এই রকম একটি গুজব ছড়িয়েছে। এর পরপরই উপজেলার বিভিন্ন এলাকায় লবনের দাম ৪০ টাকা থেকে বেড়ে ৭০,৮০, টাকায় বিক্রয় করা হয়। যা লবনের স্বাভাবিক দামের চেয়েও দুই-তিন গুন বেশি। কোথাও কোথাও এর চেয়েও বেশি দামে লবন বিক্রয় করার কথা শোনা যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত দেখা যায় দোকানে ক্রেতাদের উপচে পরা ভীর।লবনের দাম আরো বৃদ্ধি পাওয়ার আশংকায় অনেককেই ৫-১০ কেজি করে কিনতে দেখা যায়। স্থানীয় সাংবাদিক রুবেল মাদবর ও মোঃ লিটন মাহমুদ মঙ্গলবার বিকালে রিকাবী বাজারে জনগণকে সর্তকা করে ও দোকানীদের বলেছে আপনারা গুজবে কান দিবেন না। লবনের দাম বেশি নিবেন না। লবনের দাম বাড়েনি। সারাদেশে গুজব রটানো হয়েছে। স্থানীয় সাংবাদিক প্রশাসনকে জানানো পর, মুন্সীগঞ্জে প্রশাসন ততপর থাকায় তাৎক্ষনিক মঙ্গলবার সন্ধায় রিকাবী বাজারে নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস শিকদার ও তার ফোর্স নিয়ে অভিযান চালায়। জনগণকে সর্তক করে, মুদির দোকানীদের বলে লবন নিয়ে গুজব উঠেছে। আপনারা গুজবে কান দিবেন না। আরো বলেন কারো কাছে ১কেজির বেশি লবন বিক্রয় করবে না। নিবার্হী ম্যাজিস্ট্রেট মুন্সীগঞ্জ ইলিয়াস শিকদার জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে, যদি কোন অভিযোগ পাই কেউ লবনের দাম বেশি রেখেছে আমরা আইনের ব্যবস্থা নিবো।