পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক ম্যাপ বাস্তবায়ন পরবর্তী অবহিতকরণ ও করনীয় বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কমিউনিটি রিসোর্স সেন্টারে প্লাট ফরমস্ ফর ডায়লগ (পিফরডি) প্রকল্পের আওতায় শিকদারমল্লিক, দূর্গাপুর ও কদমতলা ইউনিয়নের ম্যাপ গ্রুপের আয়োজনে ও বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সহযোগীতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্নার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর প্যেরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, কমিউনিটি রিসোর্স সেন্টার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর সহদেব চন্দ্র পাল, বিটিভি ও যুগান্তরের পিরোজপুর জেলা প্রতিনিধি এস এম পারভেজ, আমাদের সময়ের পিরোজপুর জেলা প্রতিনিধি খালিদ আবু, পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, বন্ধন সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরচিালক জসিম উদ্দিন হাওলাদার, গণ উন্নয়ন সমিতির প্রকল্প সমন্নয়কারী উত্তম রায় চৌধুরী, আলোকিত বাংলাদেশের পিরোজপুর জেলা প্রতিনিধি হাসান মামুন, কমিউনিটি রিসোর্স সেন্টারের প্রশিক্ষক ফাহিমা আক্তার। সভায় ধারনা পত্র পাঠ করেন শিকদার মল্লিক ইউনিয়নের ম্যাপ সদস্য সাথী মন্ডল। এছাড়া আরও উপস্থিত ছিলেন শিকদার মল্লিক, দূর্গাপুর ও কদমতলা ইউনিয়নের ম্যাপ গ্রুপের সদস্যবৃন্দ।