মোঃ এনামুল হক: ঢাকা জেলার শিল্পান্চল আশুলিয়ার কাঠগড়ায় বেতন-ভাতা পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভিতরে অবস্থান করে বিক্ষোভ করছেন।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর ) সকালে আশুলিয়ার কাঠগড়ায় অবস্থিত ডুকাটি এ্যাপারেলস লিঃ কারখানার প্রায় ৪শ’ শ্রমিক কারখানার ভিতরে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকরা জানান, অক্টোবর মাসের বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষ নানা তালবাহানা করছে। অক্টোবর মাসের বেতনের দাবিতে তারা এর আগেও আন্দোলন করেছে। সে সময় কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকপক্ষ একটি চুক্তি করে চুক্তি অনুযায়ী ( ২০ নভেম্বর) বুধবার বেতন পরিশোধ করার কথা ছিল।
শ্রমিকরা আরও জানায়, আজ সকালে শ্রমিকরা কারখানায় আসলে শ্রমিকদের থেকে আবার সময় চাওয়া হয়। শ্রমিকরা এ ঘোষণা শুনে কারখানার ভিতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে কারখানার কর্তৃপক্ষ কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেন
কারখানাটির শ্রমিক সুফিয়া আক্তার সহ একাধীক শ্রমিক জানান, বেতন-ভাতার জন্য কারখানার মালিক আমাদের আর কত ঘোড়াবে। আজ কত দিন যাবৎ এই সমস্যা। আমরা না খেয়ে মরে যাওয়ার অবস্থা।
এ বিষয়ে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আল কামরান বলেন, শ্রমিকরা কারখানার কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে যেহেতু চলেগেছে সেহেতু আমরা ২৫ তারিখ পর্যন্ত দেখব যদি এর মধ্যে কারখানার মালিক বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে তাহলে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে
এই বিষয়ে ডুকাটি এ্যাপারেলস কারখানার ব্যবস্থাপনা পরিচালক সানাউল হক , সাথে যোগাযোগ করার চেষ্টা করলে উনাকে মুঠোফোনে পাওয়া যায়নি।