হাফিজুর রহমান শিমুলঃ এশিয়ান গেমস এর ফুটবল টুর্নামেন্ট পরিচালনার জন্য নেপালে গেলেন কালিগঞ্জের কৃতি সন্তান, ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তিনি নেপালের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করেছেন। এর আগে তিনি চীন, ভারত, জাপানসহ বাংলাদেশে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টসহ দেশ-বিদেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে একাধিক খেলা সুনামের সাথে পরিচালনা করেন। শেখ ইকবাল আলম বাবলু জানান, সাউথ এশিয়ান গেমস এর ফুটবল টুর্নামেন্ট পরিচালনার জন্য বাংলাদেশ থেকে মাত্র দু’জন দায়িত্ব পেয়েছেন। এটা তার জীবনের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট। এজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু সাউথ এশিয়ান গেমস এর ফুটবল টুর্নামেন্ট পরিচালনার জন্য নেপালে ডাক পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।