পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন মারা গেছে। নিহতরা হলেন আল আমীন (৪০) ও ইব্রাহীম মাতুব্বর (৩৫)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানাযায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা হারুন খানের ছেলে আল আমীন পুকুরে মাছ ধরার জন্য লোহার রড দিয়ে পুকুরের কচুরিপানা পরিষ্কার করছিল। এসময় রডটি পল্লীবিদ্যুৎ লাইনের উপর পড়লে আল আমীন বিদ্যুতায়ীত হয়। তাকে বাচাঁতে গিয়ে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফেরেস্তালি মাতুব্বরের ছেলে ইব্রাহীম মাতুব্বর ও বিদ্যুতায়ীত হয়। পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়ার থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে।