খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এর ১৪৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে চক্ষু চিকিৎসা শিবিরের কার্য্যক্রম ডিসেম্বর ৪ ও ৫ ইং তারিখ, বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এবং বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল ও সাইট সেভার্স খুলনার সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা শিবির’১৯ এর শুরুতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পাক রওজা শরীফ এর খাদেম সাহেব।
দুইদিন ব্যাপী চক্ষু চিকিৎসা শিবিরে পুরুষ ৪১৯ জন এবং মহিলা ৫০৯ জন, সর্বমোট ৯২৮ জন চিকিৎসা গ্রহণ করেন। এর মধ্যে বিনা মূল্যে লেন্স সংযোজনের জন্য ভর্তি হয়েছে- ২৫৮ জন।