১৪ ডিসেম্বর শনিবারঃ নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন, নলতা শরীফ, সাতক্ষীরা আয়োজিত হজরত খানবাদুর আহ্ছানউল্লা (রঃ) এর ১৪৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে চিকিৎসা শিবিরের কার্য্যক্রম-২০১৯ এ তৃতীয় ক্যাম্পে মেডিসিন, নাক-কান-গলা, গাইনী, শিশু, চর্ম ও যৌন বিষয়ক চিকিৎসা প্রদান করা হয়।
আজকের চিকিৎসা শিবিরে সর্বমোট ২০২০ জনকে চিকিৎসা প্রদান করা হয়। যার মধ্যে মেডিসিন ৮২৭ জন, নাক-কান-গলা ৩৯৭ জন, গাইনী ৩৩০ জন, চর্ম ও যৌন ২৭৫ জন, শিশু ১৯১ জন চিকিৎসা গ্রহণ করেন।