ঢাকাঃ মহান মুক্তিযুদ্ধের বিজয়ের গৌরবোজ্জ্বল ৪৮ বছরপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার বিকাল ৪:০০টায় ৩৭/এ সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা মিলনায়তনে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ছোটদের মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা শুনান বিশিষ্ট মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা । আলোচনায় অংশগ্রহণ করেন মেলার মেলার ট্রাস্টিবোর্ডের সদস্য ডি.ডি ঘোষাল, সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ, মুক্তিযোদ্ধা ও শব্দসৈনিক বুলবুল মহলানবীশ, তরুণ সদস্য বাপ্পাদিত্য চৌধুরী এবং শিশু বক্তা তাসফিয়া হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করে মেলার ছোট্ট বোন রাজ্যশ্রী সাহা। আলোচনা শেষে ৩য় প্রান্তিক ত্রৈমাসিক গল্পবলা প্রতিযোগিতা, ১৮০, ১৮১ ও ১৮২ তম সাহিত্য বাসর ত্রৈমাসিক মূল্যায়ন পুরস্কার বিতরণ করা হয়।
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার কথাবিতান, সুরবিতান ও নৃত্যবিতানের ভাইবোনেরা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।