মো. জাবের হোসেন : টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হতে পারছেনা মেধাবি শিক্ষার্থী জেসমিন।
জেসমিন এ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে ভর্তির জন্য চান্স পেয়েছে। দরিদ্র কৃষক পরিবারের সন্তান হওয়ায় মেধাবি এ শিক্ষার্থীর বাবা-মার পক্ষে এতগুলো টাকা জোগাড় করতে না পারায় জেসমিনের ভর্তি প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা সদরের ০৩ নং ওয়ার্ডের শ্রীকলস্ গ্রামের দরিদ্র কৃষক পিতা মো. আব্দুর রাজ্জাক সরদার ও মা রানী বিবির কন্যা মেধাবি জেসমিন। তার পুরো নাম মোছা: জেসমিন নাহার। বাবা-মার ৩ সন্তানের মধ্যে জেসমিন ছোট। বড় ভাই ডিপ্লোমা শেষ করে বাড়িতে বেকার বসে আছে। আর ছোট ভাই ৯ম শ্রেণিতে পড়ে। টিউশনি করে জেসমিন কোনোভাবে ভর্তি পরীক্ষার টাকা জোগাড় করে ভর্তি পরীক্ষা দিয়েছিলো।তার পরিবার থেকে তাকে যতটুকু পারে চেষ্টা করে কিন্তু এই মুহূর্তে তার ভর্তি হতে গেলে প্রায় ১৫ হাজার টাকার প্রয়োজন যেটা তার পরিবারের পক্ষ থেকে কোনোভাবে জোগাড় করা সম্ভব হচ্ছেনা।
জেসমিন ২০১৬ সালে আশাশুনি সরকারি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছিলেন। ২০১৮ সালে আশাশুনি সরকারি কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি তে
জিপিএ ৪.২৫ পেয়েছিলেন। এরপর প্রথম বার অনার্সে খুলনা সরকারি বি.এল কলেজে ভর্তি হয়েছিলেন হিসাব বিজ্ঞানে বিভাগে।
জেসমিন বলেন, ভর্তি হতে প্রায় ১৫০০০ টাকা লাগবে যা আমার বাবা-মার পক্ষে দেওয়া সম্ভব না। তাই যদি আপনারা আমাকে সাহায্য করেন তাহলে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমার
পড়াশুনা চালিয়ে যেতে পারবো। আপনারা সাহায্য করলে আমি চির কৃতঙ্গ থাকবো। ১৮ নভেম্বর তার ভর্তির শেষ দিন।
জেসমিনের সাথে যোগাযোগ করার জন্য ০১৪০৫ ০৫৯৭৪৮ এবং তাকে সাহায্য করতে চাইলে বিকাশ (পার্সোনাল) ০১৯০৯ ৭৭৬৯০০ নাম্বারে টাকা পাঠাতে পারেন।