সাতক্ষীরা, ২৭ ডিসেম্বর: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সখীপুরের ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের মতবিনিময় সভা ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় কলেজ আইসিটি হল রুমে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী ও সরকারি কেবিএ কলেজের প্রভাষক মো. আমিনুর রহমান এবং গীতা পাঠ করেন নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়দেব কুমার। অত্র কলেজের প্রাক্তন শিক্ষার্থী, এক্স স্টুডেন্ট এসোসিয়েশন এর আহবায়ক ও ঢাকা আহছানিয়া মিশন হেল্থ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম। প্রাক্তন শিক্ষার্থী ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সিনিয়র প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন) এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান মো. আজহারুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী, জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. আবু তালেব ও প্রাণিবিদ্যা বিষয়ের শিক্ষক প্রদীপ কুমার মন্ডল। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা তানভির আহমেদ ( ঢাকা), রাফসান বুলবুল (ইসলামী বিশ্ববিদ্যালয়), সাদিয়া ইসলাম মৌ (ঢাকা বিশ্ববিদ্যালয়)।
প্রধান অতিথি সহ বক্তাগণ বিশিষ্ট শিক্ষাবিদ ও পীরে কামেল হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর নামে প্রতিষ্ঠিত সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা, যে যে কর্মস্থলে আছেন প্রত্যেকটি জায়গায় স্ব স্ব দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করা, বার্ষিক অনুষ্ঠান, বনভোজন, সমাজসেবামূলক কার্যক্রম ইত্যাদির মাধ্যমে একে অপরের মধ্যে হৃদ্যতা বৃদ্ধি তথা নানা দিক বিবেচনা করে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী ২৭ মার্চ বা পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সুবিধাজনক দিনে বড় ধরণের অনুষ্ঠানে রেজিস্ট্রশনকৃত শিক্ষার্থীদের ছবি, তথ্য দিয়ে স্মরণিকা প্রকাশ করা, রেজিস্ট্রেশনের মেয়াদ ৩১জানুয়ারি ২০২০ পর্যন্ত বৃদ্ধি এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্বে গঠনতন্ত্র প্রণয়নের জন্য ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্যরা হলেন- ঢাকা আহ্ছানিয়া মিশনের হেল্থ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ ( আহবায়ক)। আর সদস্যরা হলেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. নাসরিন আক্তার লিপি, আশার আলো সংস্থার পরিচালক আবু আব্দুল্লাহ-আল-আজাদ, সরকারি কেবিএ কলেজের প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন) ও প্রভাষক মো. আমিনুর রহমান, ঢাকার ওয়ান ব্যাংক কর্মকর্তা মাজহারুল আনোয়ার, ঢাকার প্রদীপ কুমার দত্ত, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত গোলাম রসূল সুইট, ঢাকার রাজিবুর রহমান রনি, খুলনা মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. হাবিবুল্লাহ ও খুলনা বিশ্ববিদ্যালয় আইন ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. আহসানুল হক ফরহাদ।
তথ্য কৃতজ্ঞতা: মো. মনিরুজ্জামান (মহসিন), প্রভাষক, সরকারি কেবিএ কলেজের