হাফিজুর রহমান শিমুলঃ বঙ্গবন্ধু শেখ মুবিজর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (৭ জানুয়ারী) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী। থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাধারন সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার,কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, সাংবাদিক আশেক মেহেদী, মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রবিন্দ্রনাথ বাছাড়, উজ্জীবনী স্কুলের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়েদ মোমেনুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার প্রমুখ। অনুষ্ঠানের মধ্যে আগামী ১০ জানুয়ারী বঙ্গবন্ধু’র জম্মশত বার্ষিকী উপলক্ষ্যে ক্ষণগণনা অনুষ্ঠান ও ১১ জানুয়ারী অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ২ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন ও বঙ্গবন্ধুর জম্মশত বাষির্কী উপলক্ষ্যে ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠানে সকলের অংশ গ্রহনে জাকজমকপূর্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান বাস্তবায়নের জন্য সভায় একটি উপ কমিটি গঠন করা হয়। সভায় মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সূধি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।