মুন্সীগন্জ প্রতিনিধি : মুন্সীগন্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার গত কাল সবুজ বনায়ন গড়ে তোলা ও বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে সবুজ কুঁড়ি বাংলাদেশের টঙ্গীবাড়ি উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার বিকালে এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে শিলপড়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান রাহাত ও সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মোঃ এবাদুল হাসান, সহ-সভাপতি সাংবাদিক মো: লিটন মাহমুদ, ও মো: হিমেল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অনিক কবির ও অনিক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো: রাহাত শেখ ,কোষাধ্যক্ষ পদে মোঃসোহাগ গোলদার, মহিলা ও সমাজ কল্যাণ সম্পাদক পপি আক্তারকে নির্বাচিত করা হয়েছে।আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি মাহবুব আলম জয় ও সাধারণ সম্পাদক মো: আশরাফুল আলম উজ্জ্বল।