সুবিধাবঞ্চিত মানুষের সার্বজনীন স্বাস্থ্য সহায়তার জন্য গঠিত ‘‘আহছানিয়া মিশন স্বাস্থ্য সুরক্ষা ফোরাম’’ এর ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা আজ (২৬ জানুয়ারি) ঢাকা আহছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহছানিয়া মিশন স্বাস্থ্য সুরক্ষা ফোরামের সভাপতি ও ইনসাফ বারাকাহ কিডনী ও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: ফখরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব ও ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক, স্বাস্থ্য সেক্টর ইকবাল মাসুদ, ফোরামের কোষাধক্ষ্য জনাব আতিকুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দের মধ্যে সাবেক জেলা গভর্নর লায়ন শেখ আনিসুর রহমান, আনমনা ফ্যাশন লি: এর চেয়ারম্যান জনাব ওয়াহিদা পারভিন হ্যাপি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব আবদুর রশিদ, বেক্সিমকো গ্রুপ এর জি এম ফাইন্যন্স জনাব এস এম সাহেদ হাসান ও কাজী এহছানুর রহমান বিরু। সভা শেষে ঢাকা আহ্ছানিয়া মিশনের মাদক বিরোধী কার্যক্রম ‘আমিক’ এর ৩০ বছর উপলক্ষে প্রকাশিত ডায়েরির মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া সাবেক জেলা গভর্নর লায়ন শেখ আনিসুর রহমান সকলকে আমিক এর ৩০ বছরের লোগ সম্বলিত পিন পরিয়েদেন।