রেজাউল ইসলাম : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মজিদ ফরাজী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় আসামীদের বিরুদ্ধে মামলা নেয়ার জন্য আদালতের নির্দেশনা থাকা সত্বেও থানা পুলিশ গত ৬ দিন অতিবাহিত হলেও মামলা নেয়নি। মামলা সূএে জানাযায়, উপজেলার পশ্চিম ফুলঝুরি গ্রামের মজিদ ফরাজী ওই মৌজার এসএ ৭০৯/২৪৯ খতিয়ানের ১২১/১১৯ দাগের ৭২ শতাংশ আবাদি জমি পৈত্রিক সূএে রেকর্ডমূলে মালিক। ওই জমি আবাদ করার সময় একই এলাকার প্রতিপক্ষ ইলিয়াস, মাহাবুব, জয়নাল শরীফ, সুলতান শরীফ, দলিল উদ্দিন, সহিদ হাওলাদার, নাজমা বেগম ও রেশমা জোর পূর্বক চাষাবাদ করে। ধানকাটার সময় বৃদ্ধ মজিদ ফরাজী স্থানীয় থানা পুলিশের শরণাপন্ন হলে গত ১৩ ডিসেম্বর থানা পুলিশ ইউপি সদস্য জালাল উদ্দিন হাওলাদারের সহয়তায় ধান মারাই করে ছগির শরীরের কাছে ২০ মন ধান জিম্মায় রাখেন।শালিস বৈঠক চলমান অবস্থায় গত ২৬ জানুয়ারী রোববার বিকেলে প্রতিপক্ষ ইলিয়াস, মাহাবুব ও জয়নাল শরীফের নেতৃত্বে ছগির শরীফের ঘরে হামলা করে ২০ মন ধান ভ্যানে করে নিয়ে যায় । এ ঘটনার সংবাদ পেয়ে বৃদ্ধ মজিদ ফরাজী বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ বিষয়ে বৃদ্ধ মজিদ ফরাজীর ছেলে ইবরাহীম ফরাজী গত ২৭ জানুয়ারি মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল বিচারিক হাকিমের আদালতে ৮ জনকে আসামী আব্দুল মামলা করলে বিচারিক হাকিম মোঃ আল ফয়সাল থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গন্য করার নির্দেশ দেন। এদিকে মঠবাড়িয়া থানা পুলিশ গত ৬ দিনেও কোর্টের এমপি মামলাটি এজাহার হিসেবে গন্য করেনি।