পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অসীম কুমার বিশ্বাস নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সন্ত্রাসীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা শিক্ষক সমিতি। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রোববার বিকেলে পৌরসভার সম্মুখ সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেন।শেষে প্রধান শিক্ষক ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, অধ্যক্ষ আজীম উল হক, আলমগীর হোসেন খান, প্রধান শিক্ষক রুহুল আমীন, শিক্ষক মোশারফ হোসেন, কাজল দাস, সুমন্ত হালদার, অঞ্জলী রানী, শহিদুল হক, বাসুদেব হালদার, পূজা উদযাপন কমিটির সভাপতি পরিতোষ বেপারী, সাধারণ সম্পাদক পঙ্কজ সাওজাল, সমাজ সেবক সুভাষ মজুমদার, ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ তপন অধিকারী।প্রসংগত, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৬৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অসীম কুমার বিশ্বাস এর ওপর প্রতিবেশী বাবুল ফকির ও তার সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা হলে অাসামীরা অাদালত থেকে জামিন নিয়ে ওই শিক্ষককে পুনরায় জীবন নাশের হুমকি দেন। বর্তমানে গুরুতর অাহত শিক্ষক অসীম কুমার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।