বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ইচ্ছা করলে খালেদা জিয়ার সময় মন্ত্রী হতে পারতাম : কাদের সিদ্দিকী তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ প্রযুক্তির উন্নয়নের ফলে দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে
খেলোয়াড়কে এক নজর দেখার জন্য অভিষেকের বাড়ির সামনে এখন নড়াইল শহর!!

খেলোয়াড়কে এক নজর দেখার জন্য অভিষেকের বাড়ির সামনে এখন নড়াইল শহর!!

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধিঃ নড়াইলের অভিষেক ঠাকুরমাকে নিজের পরনের ফুলের মালা পরিয়ে দিলেন। এই বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অন্যতম অলরাউন্ডার নড়াইলের অভিষেক দাস অরন্য । সকাল থেকে প্রিয় খেলোয়াড়কে একবার দেখার জন্য অভিষেকের বাড়ির সামনে শহরের বাধাঘাট এলাকায় শতশত মানুষের ভীড়। বাড়ির আঙ্গিনা সহ পুরো বাধাঘাট এলাকা সাজানো হয়েছে অভিষেক দাস এর বিশ্বকাপ খেলার নানা ধরনের পোষ্টার দিয়ে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, সকাল থেকেই সেখানে চলছে উৎসাহ আর উদ্দীপনা। যুব-বড় সবাই এসেছিলেন ঘরের ছেলেকে অভিবাদন জানাতে। বাজনা বাজিয়ে আর কয়েকশ মোটর শোভাযাত্রা নিয়ে ঘরের ছেলেকে আনতে গেছে কয়েক’শ মানুষ। তাদের কন্ঠে কেবলই অভিষেক বন্দনা। যশোর এয়ারপোর্টে প্লেন কিছুটা বিলম্ব হবার কারনে ১টার দিকে যশোর পৌছে বিমান। সেখানে বাবা অসিত দাস, মা করুনা দাস,ভাই দীপ্ত দাস সহ আরো কয়েকজন আপনজনকে জড়িয়ে ধরে তার আনন্দ প্রকাশ। এখান থেকে ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পথে যশোর শহর, চাড়াভিটা, ভাঙ্গুড়া আর তুলারামপুরে প্রিয় ছেলেকে দেখতে মানুষের ভীড় তাদের অভিবাদন গ্রহন করে নড়াইলের পথে।

দুপুর দুইটার পরে নড়াইলে ঢুকে অভিষেকের ইচ্ছে মতো প্রথমেই চলে যান আদর্শ খেলোয়াড় মাশরাফির মা হামিদা মোর্তজা কে সালাম করতে।সেখান থেকে ফিরে আসেন নিজ বাড়ির বাধাঘাট এলাকায়। সেখানে অভিষেকের জয়ধ্বনি করতে করতে একটি খোলা জীপে করে তাকে আনা হয় বাধাঘাট এলাকায়। এখানে ফুল দিয়ে বরন করে নেন এলাকাবাসী। সেখাসে উপস্থিত ছিলেন মাশরাফির বাবা গোলাম মোর্তজা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, হাফিজ খান মিলন, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ শত মানুষ তাকে অভিনন্দন জানান।

বিনয়ী অভিষেক তার খেলার জন্য কোচদের ধন্যবাদ দিতে ভোলেননি,এলাকার প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ভুলত্রুটির জন্য ক্ষমাও প্রার্থনা করেন। এরপর বাড়িতে ঢোকার গেটে তাকে চিরায়ত পদ্ধতিতে বরন ডালায় সাজানো ফুল-দূর্বা দিয়ে বরন করে নেন মা-কাকীরা। এরপর প্রথমে প্রবেশ করেন বৃদ্ধ ঠাকুরমার ঘড়ে। তিনিও তাকে আগুনোর তাপে ফুল দিয়ে আশির্বাদ করে। ঠাকুরমাকে নিজের পরনের মালা পরিয়ে দেন ভালোবাসার অভিষেক বৃহস্পতিবার নড়াইলে এসে পৌছেছেন।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com