বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন, পরবর্তী দিন ২৮ মার্চ ইচ্ছা করলে খালেদা জিয়ার সময় মন্ত্রী হতে পারতাম : কাদের সিদ্দিকী তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ
যে যোগ্যতা থাকলে পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দেওয়া যায়

যে যোগ্যতা থাকলে পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দেওয়া যায়

বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিতে চাইলে নিচের যোগ্যতাগুলো আপনার আছে কি-না ঝটপট মিলিয়ে নিন।
বয়সঃ
আপনি যদি সাধারণ অথবা অন্যান্য কোটার প্রার্থী হন, তাহলে আপনার বয়স ১৮ থেকে ২০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সটা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে হ্যাঁ, এই হিসাবটা কোন তারিখ ধরে করবেন, তা কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, এসএসসি/সমমানের সার্টিফিকেটে উল্লিখিত জন্ম তারিখই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। বয়স গণনার ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট বা হলফনামা গ্রহণযোগ্য হবে না।
শিক্ষাগত যোগ্যতাঃ
এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি কনস্টেবল পদের জন্য যোগ্য। তবে, আপনার এসএসসির জিপিএ কিন্তু ২.৫ বা এর সমমানের নিচে হতে পারবে না।
নাগরিকত্বঃ
আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আর আপনি যেই জেলার স্থায়ী বাসিন্দা, আপনাকে এই জেলাতেই কনস্টেবল পদের পরীক্ষায় অংশ নিতে হবে।
বৈবাহিক অবস্থাঃ
আপনাকে অবিবাহিত হতে হবে। এক্ষেত্রে কেউ তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা হলেও তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।
শারীরিক মাপঃ
সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বুকের মাপ কমপক্ষে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে।
শুধুমাত্র মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে।
তবে আপনি যদি মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের পুরুষ প্রার্থী হন, তাহলে আপনার ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার প্রার্থীদের উচ্চতা ও বুকের মাপের শর্ত প্রযোজ্য হবে।
কেউ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার পুরুষ প্রার্থী হলে তার উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বুকের মাপ কমপক্ষে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে।
আপনি যদি যেকোনো কোটার নারী প্রার্থী হলে আপনার উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।
সকল প্রার্থীর ক্ষেত্রেই ওজন তার বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের (বডি মাস ইনডেক্স অনুযায়ী) হতে হবে।
উপরোক্ত যোগ্যতাসমূহ আপনার থাকলে আপনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে পরীক্ষার জন্য যোগ্য।

[বিঃদ্রঃ-উপরোক্ত যোগ্যতাসমূহ ২০১৯ সালের টিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ পুলিশ উপরোক্ত যোগ্যতার যেকোনো শর্ত সংযোজন, বিয়োজন কিংবা সংশোধনের ক্ষমতা রাখে]

নিয়োগসহ পুলিশ সম্পর্কিত যেকোনো সংবাদ সবার আগে পেতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেইসবুক পেইজ https://www.facebook.com/BangladeshPoliceOfficialPage/ এর সাথে যুক্ত থাকুন।

BANGLADESH POLICE MEDIA, PHQ
[12 FEB 2020]

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com