মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামের পাশে সরকারী পরিত্যাক্ত জমি, খাল এবং নদীর তীর দখল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে একটি প্রভাবশালী মহল।
স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবত খাসকান্দি গ্রামের বজলু হাওলাদারের ছেলে আহাম্মেদ হাওলাদার খাসকান্দি গ্রামের পাশে স্টিল ব্রিজ সংলগ্ন সরকারী জায়গা দখল করে গাড়ীর গ্যারেজ ও বালুর ব্যবসা চালিয়ে আসছে। ব্রিজের ঠিক ডালু অংশ জুড়ে তাই এই রমরমা ব্যবসায় জনভোগান্তিসহ পরিবহন চলাচলেও ব্যাঘাত ঘটে। শুধু তাই নয় এই আহাম্মদ হাওলাদার নূরানী কোল্ড স্টোর সংলগ্ন রজতরেখা নদীর তীরেও গড়ে তুলেছেন বালু ব্যবসার পকেট। পাশাপাশি কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকারী খাল ও পরিত্যক্ত সরকারী ভুমি, কবরস্থান দখল করে সেখানেও আরো ৩ টা বালু বিক্রির পকেট তৈরী করেছে। রাস্তার পাশে তার এই বালু ব্যবসার কারনে ট্রলি ও ট্রাক সব সময় যানজট লাগিয়ে রাখে।
একটু বাতাস আসলে রাস্তায় চলাচলকারী পথচারী, পরিবহনে থাকা যাত্রী এবং পার্শবর্তী গ্রামের মধ্যে বালু উড়ে যায়। সবচেয়ে বেশী ধুলোবালুতে আক্রান্ত হচ্ছে সরকারী চর কদমতলী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা। ৫টি স্থানে প্রায় ৫ একর সরকারী জমি দখল করে চলছে এই রমরমা বালু ব্যবসা। দখলদার আহাম্মেদ হাওলাদার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে এলাকার ভুক্তভোগীরা কোন প্রকার প্রতিবাদ করার সাহস পায়নি আজও। তার এই দখদারিত্বে সরকারি নদী ও খাল ভরাটের পাশাপাশি পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। একটু বাতাস হলেই বালু উড়ে প্রধান সড়ক,মানুষের বসতবাড়ী ও পাশ্ববর্তি স্কুলের ভিতর এবং স্থানীয়দের ফসলি জমির ফসল বিনিষ্টি হওয়ার পাশাপাশি পরিবেশ দূষন হয়।
সরেজমিনে খাসকান্দি গ্রামে গিয়ে দেখা যায়, খাসকান্দি ব্রিজের ডালে প্রায় এক একর জায়গা জুড়ে আহাম্মেদ নামের এক ব্যক্তি গাড়ীর গ্যারেজ ও ইট বালুর প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তার একটু উত্তর রজত রেখা নদীর নূর কোল্ড স্টোরের পাশে সরকারী জমিতে আরো একটি বালুর পকেট। এছাড়ও কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশেও আরো ৩টি বালু ব্যবসার প্রতিষ্ঠান। বছরের পর বছর এই দখলদারিত্ব চললেও প্রশাসন আজও কোন ব্যবস্থা গ্রহন করেনি। এই নিয়ে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে বালু ব্যবসায়ী আহাম্মেদ হাওলাদার বলেন, এই ৫টি প্রতিষ্ঠান আমি গড়ে তুলেছি। সব জায়গা সরকারী না অধিকাংশ জমি ব্যক্তি মালিকানা। সরকারী জায়গায় পড়লে সরকারী লোক বললে সরিয়ে দিবো। এ সময় ব্যক্তিমালিকানা সংক্রান্ত প্রমান চাইলে আহাম্মেদ আরো বলেন, সারাদেশেই তো এভাবে চলছে কিছু নিজের কিছু অন্যের। আপনারা রিপোর্ট করলে আমার সমস্যা হবে । পরে তিনি প্রতিবেদককে অর্থের প্রলোভন দেখিয়ে সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফারুক আহাম্মেদ বলেন, আহাম্মেদ নামের ব্যক্তির প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনার জন্য গিয়েছিলো। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে অচিরেই সরকারী জায়গা থেকে সকল অবৈধ স্থাপনা ও বালুর ব্যবসা উচ্ছেদ করা হবে।