উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধিঃ জেলার মঙ্গলপুর গ্রামে নড়াইলের মধুমতি নদীতে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাযায়, মৃত গৃহিনী মঙ্লপুর গ্রামের হাবিবুর রহমান ওরফ কালা হবির স্ত্রী। ঘটনার দিন দম্পতিদ্বয় খুব ভোরে তাদের বাড়ীর পাশে বয়ে যাওয়া মধুমতি নদীতে গোসল করতে গেলে হাবিবুরের স্ত্রী ডুব দিয়ে আর ওঠেনি। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, এলাকাবাসীকে ঘটনা জানানো হলে সবাই মিলে খোঁজাখুজি করে ব্যর্থ হয়ে নড়াইলের লোহাগড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা এসে অভিজান চালিয়ে প্রায় আধা কিঃ মিঃ দুরে গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে আরো জানাযায়,উক্ত স্থানে তিন বছর পূর্বে একই সংগে দুটো বাচ্চার মৃত্যু হয় এবং প্রায় দশ বছর পুর্বেও ওই ঘাটের ওপারে জাহাজের দুজন খালাশী একই পরিনতির স্বীকার হয়।