লিয়াকত হোসেন, রাজশাহীঃ মহানগরীর অবকাঠামো উন্নয়নে ২৯৩১ দশমিক ৬২ কোটি টাকার প্রকল্প একনেক সভায় অনুমোদিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ রোববার নগর ভবনে মেয়রকে তাঁর দপ্তরকক্ষে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রোববার মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এ সময় সাথে ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু ও সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ।
মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ¦ মোঃ মহিদুল হকের নেতৃত্বে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। এছাড়া ইউসিবিএল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও আরসিসি ক্যান্টিনের পক্ষ থেকেও মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটি অনুমোদন প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে মহানগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এই প্রকল্পের মাধ্যমে পুরো রাজশাহীর চিত্রই বদলে যাবে, মহানগরীর আরো উন্নত, আধুনিক, বাসযোগ্য, তিলোত্তমা মহানগরীতে পরিণত হবে।