মাদক, জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশ এবং অপরাধ দমন সভায় বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) মহোদয়। ইং ২৫/০২/২০২০ তারিখ বিকাল ০৪.০০ টায় আশাশুনি থানার শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু হেনা সাকিল কর্তৃক নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অপরাধ দমন সভায় আরো যোগদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ জিয়াউর রহমান, দেবহাটা সার্কেল অফিসার এএসপি শেখ মোঃ ইয়াছিন আলী, জেলা বিশেষ শাখার এএসপি জনাব সাইফুল ইসলাম, জেলা বিশেষ শাখার ডিআইও(১) জনাব মোঃ মিজানুর রহমান, আশাশুনি থানার ওসি জনাব মোঃ আঃ সালাম, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব অসীম বরণ চক্রবর্তী, স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) মাদক, জঙ্গী ও সন্ত্রাসসহ যেকোন অপরাধ নির্মূলে সকলকে ভূমিকা রাখার উদাত্ত আহবান জানান। তিনি তাঁর বক্তব্যে, সন্ত্রাসীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করার আগে তাদের উদ্দ্যেশে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন যে, “সন্ত্রাসী যেই হোক না কেন তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহন করা হবে”। অপরাধ দমন সভায় অনুমান ২০০০ এলাকাবাসী উপস্থিত থেকে তাঁর বক্তব্য শোনেন।