জবি প্রতিনিধিঃ আগামী এক মাসের সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন হতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ছাত্রীহলের নির্মাণ কাজ শেষ করতে এক মাসের আল্টিমেটাম দেয়া হয়।
আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহলটির নির্মাণ কাজ শেষ হয়নি চারদফা কাজের মেয়াদ বাড়ানোর পরও। ২০১১ সালে শুরু হওয়া প্রকল্পটির ৪র্থ দফার মেয়াদ শেষ হয় ২০১৯ সালের জুনে। তখন প্রজেক্ট ম্যানেজার হেলাল উদ্দিন জানিয়েছিলেন, ২০১৯ সালের ডিসেম্বরের ভেতর নির্মাণ কাজ সম্পন্ন হবে। অথচ, আজও শেষ হয়নি ছাত্রীহলটির নির্মাণ কাজ। আজ মঙ্গলবার সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষ হয়ে এলেও গ্যাস, পানি ও বিদ্যুৎ লাইনের কাজ এখনও শেষ হয়নি। আর, লিফট লাগানোর কাজ এখনও শুরুই হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার বলে আসছে এই হল নির্মাণের কাজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের; ফলে, এতে আমাদের কোনো হাত নেই। তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছিল এ বছর জানুয়ারিতে জবির প্রথম সমাবর্তন শেষে দুই মাসের ভেতর ছাত্রীহলের নির্মাণ কাজ শেষ করার ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। কিন্তু কার্যত কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।
সভাপতি মোহাম্মদ রাইসুল ইসলাম বলেন -হল নিয়ে বহুবছর ধরেই তালবাহানা দেখছি আমরা প্রশাসন ও মন্ত্রণালয়ের! এক মাসের মধ্যে হলের কাজ শেষ হতে হবে।।এ বিষয়ে প্রশাসন এবং মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কোনো বক্তব্য না পেলে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।
যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিশু বলেন -সরকার দেশে এতো এতো মেগা প্রকল্প বাস্তবায়ন করছে যা এখনো দৃশ্যমান অথচ জবির ছাত্রী হলের কাজ ২০১১সালে শুরু হয়েও ৯ বছর পর তা বাস্তবায়ন হচ্ছে না তা বুঝে পাওয়ার দাবিতে বারবার কর্তৃপক্ষের আশ্বাসের ওপর আমাদের নির্ভর করতে হচ্ছে।আমরা দ্রুত এর সমাধান চাই।
এছাড়াও বক্তব্য রাখেন, ১২ ব্যাচের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌসিফ মাহমুদ সোহান, ১৫ ব্যাচের, খাদিজাতুল কোবরা। ১৩ ব্যাচের, পূজা বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু বকর খান, প্রচার সম্পাদক মোঃ রাকিব, দপ্তর সম্পাদক তিথি সরকার, সহ সভাপতি তৌফিক আহমেদ মেজবা, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শিশির, সাংগঠনিক সম্পাদক আশফাক শরীফ, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে, মাহফুজুর রহমান হিরা, মোহাম্মদ আল আমিন।