মনির হোসেন শাহীন : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগর বাজার-নবীনগর রাস্তাটি সংস্কারের অভাবে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
মানিকনগর বাজার থেকে নবীনগর চলাচলের একমাত্র সড়কটি নাছিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ও অভিনাষ ভূঁইয়ার বাড়ির পুকুর পার এবং নাছিরাবাদ নতুন পাড়া হান্নান মিয়ার বাড়ির পাশে খানাখন্দের কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে।
নবীনগর উপজেলার পশ্চিম অঞ্চলের জনসাধারণের উপজেলা সদরে যোগাযোগের একমাত্র মাধ্যম এই রাস্তাটি সংস্কারের অভাবে স্কুল, কলজের শিক্ষার্থীসহ ব্যবসায়ীরা পরেছেন চরম দুর্ভোগে।
নাছিরাবাদ ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান জালাল বলেন, ‘আমি নিজেও একজন ভুক্তভোগী। ইউনিয়ন পরিষদের মিটিং এ বেশ কয়েক বার বিষয়টি নিয়ে আলোচনা করেছি। চেয়ারম্যান সাহেব বলেছেন বিষয়টি স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুলকে অবগত করা হবে।’
নাছিরাবাদ গ্রামের মৎস্য ব্যবসায়ী সফর আলী বলেন, রাস্তাটি সংস্কারের অভাবে আমাদের ব্যবসার চরম ক্ষতি হচ্ছে।
এখনু কোনো রাস্তাটি কাজ করা হয়নি তা আমাদের জানা নেই।
তাই এলাকাবাসীর প্রানের দাবী মানিকনগর থেকে নবীনগর রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য স্হানীয় সাংসদ জনাব এবাদুল করিম বুলবুল যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করবেন।