বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন, পরবর্তী দিন ২৮ মার্চ ইচ্ছা করলে খালেদা জিয়ার সময় মন্ত্রী হতে পারতাম : কাদের সিদ্দিকী তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ
ঠাকুরগাঁও গমের বাম্পার ফলনের সম্ভবনা, কিন্তু আবাদ কম

ঠাকুরগাঁও গমের বাম্পার ফলনের সম্ভবনা, কিন্তু আবাদ কম

তন্ময় শাহ্,  ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে ব্যাপকভাবে গমের চাষ হয়েছে। ফাল্গুনের মাঝা মাঝি সময়ে গমের শীষ হালকা বাতাসে দোল খাচ্ছে কৃষকের মনে আনন্দের সম্ভাবনার আশা দেখা যাচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার ২১টি  ইউনিয়নে ৪৭৫ হেক্টর জমিতে বারি গম-২৬, ২৮, ২৯, ৩০, ৩২ ও ৩৩ জাতের গম আবাদ করেছে কৃষকরা। তাছাড়া গম ও ভুট্টা গবেষণা ইনিস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় প্রদর্শনীর মাধ্যমে প্রায় ৪০ হেক্টর জমিতে গম আবাদ হয়েছে। যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। ধানের দাম কম হওয়ায় এবং ধান আবাদ করে উৎপাদন খরচ উঠানো কষ্টকর হওয়ায় এবছর কৃষকরা গম চাষে বেশি আগ্রহী হয়েছে। অনুকুল আবহাওয়া, কৃষি বিভাগের উপযুক্ত পরামর্শ- দিকনির্দেশনা এবং কৃষকদের সঠিক পরিচর্যার কারনে গোটা উপজেলায় গম ক্ষেতের আশা জাগানোর মত পরিস্থিতি রয়েছে।
সদর উপজেলার  মোহাম্মাদপুর গ্রামের গমচাষী হামিদুর রহমান, হোসেন, কিশামত শিবগঞ্জ জামালপুর  গ্রামের মাইদুল ইসলাম এবং ফেসাডাঙ্গী, গ্রামের জয়নাল আবেদীন জানান, ইরি-বোরো আবাদ কমিয়ে এবছর কিছু জমিতে গম আবাদ করেছি । গম আবাদে একবার নিড়ানি ও একবার সেচ দিলেই চলে,তাই খরচ কম হয়। যদি কোন আপদ-বিপদ না আসে তাহলে আশা করি এবছর গম আবাদে আমরা লাভবান হবো।
ঠাকুরগাঁও  কৃষি বৃধ আফতাব হোসেন  জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর উপজেলায় বেশি পরিমান জমিতে কৃষকরা গম আবাদ করেছে। গমের বীজ বপন,সার ও কীটনাশক প্রয়োগ, সেচ প্রদান পদ্ধতি সম্পর্কে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের সঠিক দিকনির্দেশনা দেয়া হয়েছে। গোটা উপজেলায় এখন পর্যন্ত গম ক্ষেতের যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com