মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৪৪ অপরাহ্ন
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধিঃ নড়াইলের পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে নড়াইলের কালিয়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে পুরুলিয়া গ্রামের শেখ আনিসুর রহমান ও কুবাদ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে পুরুলিয়া মোড়ের দখল নিয়ে সম্প্রতি বিবাদমান দু’পক্ষের বিরোধ তুঙ্গে ওঠে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, (৪মার্চ) বুধবার দু’পক্ষ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:রফিকুল ইসলাম জানান, পুরুলিয়ার সংঘর্ষে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,এখনও পর্যন্তু মামলা হয়নি,তবে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।