আল ইমরান,অনলাইন ডেস্কঃ
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে হজ ব্যবস্থাপনা বিষয়ে ধর্ম সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিব বর্ষের ঘোষণা- উন্নত হজ ব্যবস্থাপনা’- এই মূলমন্ত্রকে সামনে রেখে বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট কর্তৃক ২০২০ সালে সুষ্ঠু হজ্জ ব্যবস্থাপনাসহ হজযাত্রী বৃদ্ধি’র লক্ষ্যে সিলেট বিভাগের জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরূল ইসলাম। এ সময় ধর্ম সচিব সিলেট বিভাগে প্রতিটি জেলা ও উপজেলায় ‘একটি করে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে সিলেট বিভাগের জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ, নির্বাহী প্রকৌশলীবৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দের সাথে আলোচনা করেন।