আল ইমরান,অনলাইন ডেস্কঃ
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা, প্রজন্ম হোক সমতার, ‘ সকল নারীর অধিকার ”এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের র্যালী ও আলোচনা সভা।
রোববার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় নারী দিবসের একটি র্যালী উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মুক্ত মঞ্চে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের ভুগোল বিভাগের অধ্যাপক রাম প্রসাদ ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর পল্লী সমাজের সদস্য শামসুন্নাহার প্রমুখ। এছাড়াও দেবহাটা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নারীর অধিকার বাস্তবায়নে সকলের আন্তরিকতা ও সকল পর্যায়ে সচেতনতাবোধ তৈরীতে কাজ করার আহবান জানান।