হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জের বহুলালোচিত নিত্যানন্দ স্বাভাবিক জীবনে ফিরে শিক্ষক হতে চায়। পুরানো স্মৃতি আর লেখাপড়া আস্তে আস্তে তার স্মরণে আসছে। কালিগঞ্জ উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান সাঈদ মেহেদীর উৎসাহ উদ্দীপনায় আর সার্বিক সহযোগীতায় সে শারিরীক ও মানষিক ভাবে উন্নতির দিকে যাচ্ছে। গতকাল পর্যন্ত নিত্যানন্দ হাসপাতালের বেডে অনেক লেখাপড়া করেছে। পাগল আর মানষিক রোগী বানিয়ে ১৮ বছর শিকলবন্দী থাকা নিত্যানন্দ বর্তমানে খুলনা মেডিকেলে চিকিৎসকের নিবীড় পর্যবেক্ষনে আছে। তার পাশে সদা আছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা সাঈদ মেহেদী। চেয়ারম্যানের তত্বাবধানে সে লেখাপড়াও করছে এবং পুরাতন স্মৃতি মনে করে হাসছে।। নিত্যানন্দ চেয়ারম্যান সাঈদ মেহেদীর প্রশংসা করে এবং তার দীর্ঘায়ু কামনা করে একটি চিরকুট লিখে হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সকলেই হতবাক, যে অল্প সময়ের মধ্যে সে উন্নতির দিকে যাওয়ায়।
ইতিমধ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে উপজেলা প্রশাসন নিত্যান্ন্দের অনেক সহযোগীতা করেছেন। দিয়েছেন বসবাসের জন্য আসবাবপত্র, পোশাক ও চিকিৎসার জন্য আর্থিক অনুদান। এছাড়াও উপজেলা চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন তার চিকিৎসার পাশাপশি সমাজের একজন করে গড়ে তুলতে। সেই লক্ষ্যে সাঈদ মেহেদী নিজে সর্বক্ষন খোঁজখবর নিচ্ছেন এবং নিজের এক ইউথ ভলেন্টিয়ারকে দিয়ে প্রতিদিন নিত্যের পড়া লেখা, খাওয়া ও সার্বিক খবরাখবর রাখছেন বলে নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে।