মোঃ মনির হোসেন শাহীন :শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না, আমি সবসময় বিশ্বাস করি কোন জনপদের উন্নতি নির্ভর করে সেই এলাকার শিক্ষার উপর। শিক্ষা দিক্ষায় যদি কোন জনপদ অগ্রসর থাকে, অর্থ সম্পাদ বা টাকা পয়সা বিদেশ থেকে যতই আয় পাঠাক না কেন এলাকায় উন্নতি হবে না।
শিক্ষাহীন জনপদকে উন্নত জনপদ বলা যাবে না। আমরা জানি মধ্যপ্রাচ্যে এমন অনেক দেশ আছে যারা অর্থবিত্তে প্রচুর ধন সম্পদের মালিক। কিন্তু তাদেরকে কেউ উন্নত দেশ বলে না, আমরাও বলি না, আমরা বলি ধনী দেশ।
বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতের উপর অনেক গুরুত্ব দিয়েছেন। দেশের বাজেটের অধিকাংশ অর্থই শিক্ষা খাতে বরাদ্ব রেখেছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন, সেটি তোমারা যারা আজকের শিক্ষার্থী তাদের উপর নির্ভর করে। তোমরা যে যত উচ্চ শিক্ষিত হবে, রাষ্ট্র তত উন্নত হবে। তোমরাই
আগামীদিনের রাষ্ট্রের চালক হবে। সোনার দেশের সোনার ছেলে মেয়েরা উন্নত সোনার বাংলা গড়বে এটাই আমাদের চাওয়া আশা ভরসা। আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লী গ্রামে ইউনিক মডেল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের বার্ষিক সাংস্কৃতিক প্রধান অতিথি বক্তব্যে স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল এসব কথা বলেন।
তার পুর্বে প্রধান অতিথি বাঙ্গরা এবাদুল করিম উচ্চ বিদ্যালয়, সলিমগঞ্জ বালিকা বিদ্যালয়,দড়িকান্দি রাবেয়া মেমোরিয়াল গ্লাসস্কুলসহ এলাকার বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ইউনিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা মো. খবির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ রনোজিত রায় আরো উপস্থিত ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহম্মেদ, ইউনিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিন,আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলাম লিটন,শ্যামগ্রাম ইউপি আ’লীগের সেক্রেটারী নাজিম উদ্দীন, ধনু মেম্বার, প্রমু।