মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ করেছে মুন্সীগঞ্জ ওপেন স্কাউট গ্রুপ।
সোমবার (১৬মার্চ) সারাদিনব্যাপী উপজেলার দিঘীরপাড় ও কামারখাড়া এলাকার গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্তরের মানুষকে সচেতন করতে এসব লিফলেট বিতরণ করে স্কাউট ও রোভার স্কাউটের সদস্যরা ।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, মু্ন্সীগঞ্জ ওপেন রোভার স্কাউট ইউনিটের আরএসএল বিশ্বজিৎ দাস, এসআরএম জুয়েনা আক্তার, সাবিনা ইয়াসমিন, আরএম মো. ফাহিম ইসলাম, মো. সাব্বির হোসেন, রিয়া আক্তার, সাদিকা আক্তার, রেসি আক্তার ও হাফসা আক্তার প্রমুখ।
এবিষয়ে জেলা রোভারের সম্পাদক মো. জুনায়েদ জানান, করোনা ভাইরাস প্রতিরোধক কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। তাই জনসচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস বৃদ্ধিরোধ করা সম্ভব। সে লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস, মুন্সীগঞ্জ জেলা রোভারের পরিচালনা রোভার স্কাউট সদস্যরা জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষে লিফলেট বিতরণ করে যাচ্ছে।
এদিকে মুন্সীগঞ্জে এখন পর্যন্ত ৪৬ জন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। তবে সোমবার (১৬ মার্চ) পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।