গাজীপুরে শিশু শারমিনের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানবন্ধন
শিশু শারমিন সুলতানার( সারে ৫)হত্যা কান্ডের প্রতিবাদে কাপাসিয়া উপজেলার নলগাঁও গ্রামবাসী সোমবার বিকাল ৪টায় নলগাঁও নতুন বাজার চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করে। এতে গ্রামবাসী স্বতস্ফূর্ত অংশগ্রহণ করে এবং খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাঁসির দাবি জানায়।
উপস্থিত ছিলেন গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশন অব নলগাঁও (জিএসএএন) এর সাবেক মহাসচিব আলী নাছের খান, সাবেক মহাসচিব ও ডেপুটি মহাসচিব রাজন মাঝী,সাবেক চিফ-কোর্ডিনেটর আশরাফুল ইসলাম খান রাজিব, বর্তমান মহাসচিব মোক্তাদুল পালোয়ান,চিফ কোঅর্ডিনেটর জহিরুল ইসলাম মাফুজ সহ জিএসএএন পরিবারের সদস্যরা,রাইজিং স্পোর্টিং ক্লাব ও আলোর পথযাত্রী ক্লাবের সদস্যরা।
উল্লেখ্য গত শনিবার (৯ মে ২০২০) গাজীপুরের বাঘেরবাজার বানিয়ারচালা এলাকায় ১১ টায় হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের মেয়ে শারমিন সুলতানা (সারে ৫)বাসার পাশে খেলতে যায়। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর একটি মোবাইল নম্বর থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা। পরে বিকাল সারে ৩/ ৪ টার দিকে আব্দুল আলীর বাড়ির ভাড়াটিয়া মাহাবুবের বাথরুম থেকে উদ্ধার করা হয় শারমিনের লাশ।
এই ঘটনার দিনই দুইজনকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানা পুলিশ। তারা হলেন: ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার আকন্দপাড়া পূর্ব শ্রীপুরের মোকলেছুর রহমানের সন্তান মাহবুব মিয়া (২৭) ও নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার বালুচর গ্রামের মাসুদ মিয়ার সন্তান রাব্বী মিয়া (২১)।