কালিগঞ্জ মাস্টার প্লান ধারা ২৯ক।
ই-কমার্স/ এফ-কমার্স উদ্যোগ সফল করতে ও করোনা মহামারীর পরিবর্তিত বাস্তবতায় কর্মসংস্থান সৃজনের জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা চেয়ারম্যান ও অন্যান্য মহৎ ব্যক্তিদের অনুদানে উপজেলা ডিজিটাল সেন্টার স্থাপন, “ফ্রি ওয়াইফাই জোন” ও “ওপেন সেমিনার জোন স্থাপন”:
উপজেলা পরিষদের ডরমেটরির পেছনের ফাঁকা জায়গায় বেনবেইজ ভবনের সামনের মাঠকে সম্মুখে রেখে উপজলা ডিজিটাল সেন্টার স্থাপন করা হবে। উক্ত ডিজিটাল সেন্টার ও ব্যানবেইজ ভবনের সামনের মাঠটিতে “ফ্রি ওয়াইফাই জোন” ও “ওপেন সেমিনার জোন” স্থাপন করা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত জোনে প্রতি সপ্তাহে একটি করে ওপেন সেমিনার আয়োজন করা হবে। ফ্রি ওয়াইফাই জোনে ১০ এমবিপিএস ক্ষমতাসম্পন্ন একটি সংযোগ বিদ্যুৎ থাকা ও না থাকা উভয় অবস্থায় সচল রাখা হবে। সেমিনারে সকল শ্রেণী পেশার মানুষকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে। মোঃ মোজাম্মেল হক রাসেল উপজেলা নির্বাহী অফিসার কালিগঞ্জ, সাতক্ষীরা। ও প্রধান নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদ, কালিগঞ্জ , সাতক্ষীরা।