মোহাম্মদ আল-আমিন,ডেস্ক রিপোর্ট: দেশের কিশোর-কিশোরীদের শপথ নেয়ার আহ্ববান জানিয়ে মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ভালো থাকার জন্য ঘরে থাকতে হবে, একই সঙ্গে খেতে হবে পুষ্টিকর খাবার।
একই সঙ্গে সুবিধা বঞ্চিতরাও যাতে পুষ্টিকর খাবার খেতে পারে এজন্য অনলাইনে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফর্ম পূরণের অনুরোধ জানান তিনি।
মাশরাফি বলেন, বয়স ১০ থেকে ১৯ হলে তোমাদেরকেই বলছি, জানি বাসায় থাকতে এখন বিরক্ত কিন্তু এখন বাসাতেই থাকতে হবে। ভালো থাকার জন্য ঘরে থাকতে হবে, একই সঙ্গে খেতে হবে পুষ্টিকর খাবার এই শপথ নিয়ে এগোতে হবে।
তিনি আরও বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের ওয়েবসাইটে ঢুকে ফর্ম পূরণ করো। এতে করে তোমার মতো হাজার হাজার অভুক্ত কিশোর খাবার পাবে। তাই তোমাদের শপথের জন্য তারা খাবার পাবে। আমি ও বাংলাদেশ তোমাদের শপথের অপেক্ষায়।